ডায়ালসিলেট ডেস্কঃঃ সিরিয়ার নতুন পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মেকদাদ তার প্রথম বিদেশ সফরে ইরান যাচ্ছেন। তেহরানের সঙ্গে সম্পর্কোন্নয়নে খুব শিগগির তিনি ইরান যাচ্ছেন। খবর তাসনিম নিউজের।
Thank you for reading this post, don't forget to subscribe!ইরানের পররাষ্ট্র মন্ত্রলালয়ের মুখপাত্র সাঈদ শাতিবজাদেহ রোববার এ কথা জানিয়েছেন। তবে কবে তিনি ইরান সফরে আসছেন তার দিনক্ষণ উল্লেখ করেননি।
তেহরান সফরে ফয়সাল মেকদাদ ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফসহ অন্য কূটনীতিকদের সঙ্গে বৈঠক করবেন।
নভেম্বরে সিরিয়ার সাবেক পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল-মোয়াল্লেমের মৃত্যুর পর ফয়সাল মেকদাদকে ফোন করে শোক জানিয়েছিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ।
১৬ নভেম্বর ৭৯ বছর বয়সে মারা যান সিরিয়ার সাবেক পররাষ্ট্রমন্ত্রী।

