ডায়ালসিলেট ডেস্ক :সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার শাহ আরেফিন টিলায় অভিযান চালিয়েছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ। এসময় পাথর উত্তোলনের সাথে জড়িত থাকায় ৭ জনকে আটক করা হয়েছে। তাছাড়া পাথর ও লাল বালু সহ ৩টি ট্রাক্টর আটক করে নিয়ে যায় পুলিশ।
Thank you for reading this post, don't forget to subscribe!মঙ্গলবার (২৯ অক্টোবর) বেলা ১টা থেকে ৩টা পর্যন্ত কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ আদনানের নেতৃত্বে শাহ আরেফিন টিলায় অভিযান চালানো হয়।
পুলিশ জানায়, শাহ আরেফিন টিলা ও মাজার রক্ষায় কোম্পানীগঞ্জ থানা পুলিশের অভিযানে শাহ আরেফিন টিলা থেকে পাড়ুয়া গ্রামের আঃ রহিমের ছেলে তাজুল মিয়া, কুটি মিয়ার ছেলে ইকবাল হোসেন, রিয়াজ উল্লার ছেলে শুভ মিয়া, নারাইনপুর গ্রামের মৌলা মিয়ার ছেলে ফিরোজ মিয়া, তার ছেলে নজরুল ইসলাম, বাহাদুরপুর গ্রামের দ্বীন ইসলামের ছেলে রফিকুল ইসলাম ও সুনামগঞ্জের রানীগঞ্জ ইউনিয়নের মৃত ওয়াহিদ উল্লাহর ছেলে আব্দুল গফ্ফারকে আটক করা হয়। এ সময় শাহ আরেফিন টিলার পাথর ও লাল বালু সহ ৩টি ট্রাক্টর আটক করে থানায় নিয়ে আসা হয়।
কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ আদনান জানান, ঐতিহ্যবাহী স্থাপনা শাহ আরেফিনের মাজার থেকে পাথর উত্তোলনের খবর পেয়ে আমরা অভিযান পরিচালনা করি। এসময় পাথর উত্তোলনের সাথে জড়িত থাকায় ৩টি ট্রাক্টর ও ৭জনকে আটক করা হয়েছে। এ বিষয়ে থানায় মামলা দায়ের করা হচ্ছে। শাহ আরেফিন টিলা থেকে পাথর উত্তোলনের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

