নিজস্ব প্রতিবেদক :: সিলেটের প্রখ্যাত মেডিসিন বিশেষজ্ঞ ডা. সৈয়দ মোহাম্মদ আবুল লেইছ আর নেই। শুক্রবার (২০ আগস্ট) দিনগত রাত সাড়ে ১২টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন বলে জানা গেছে।
Thank you for reading this post, don't forget to subscribe!শনিবার (২১ আগস্ট) যোহরের নামাজের পর বিশ্বনাথ উপজেলার খাঁজাঞ্চি ইউনিয়নের ইসলামপুর গ্রামস্থ জামেয়া ইসলামিয়া আব্বাসিয়া কৌড়িয়া ইসলামাবাদ মাদরাসা প্রাঙ্গনে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।
ডা. আবুল লেইছ জামেয়া ইসলামিয়া আব্বাসিয়া কৌড়িয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা আবদুল করিম শায়খে কৌড়িয়া (রহ.) এর আপন ভাতিজা। তিনি নগরীর হাউজিং এস্টেটের ৮১নং বাসায় বসবাস করছিলেন।
ডায়ালসিলেট/এম/এ/

