সিলেটের দক্ষিণ সুরমার কুচাইয়ে তেলের লরি বিস্ফোরণে ১জন আহত ও ২জন নিহত হয়েছেন। এসময় স্থানীয় লোকজন এসে ঘটনাস্থল থেকে আহত অবস্থায় একজনকে উদ্ধার করে। এদিকে অপর আরো ২ জন ঘটনাস্থলেই মারা যান বলে স্থানীয় সূত্রে জানা যায়।
Thank you for reading this post, don't forget to subscribe!রাত সাড়ে ১২ টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে আলমপুর ফায়ার সার্ভিসের একটি টিম এসে আগুনটি নিয়ন্ত্রণে আনে। বিস্ফোরণের ঘটনায় নিহতেরা হলেন, ‘মা’ ইঞ্জিনিয়ারিং এর মালিক কমর উদ্দিন (৩৫) এবং তেলবাহী গাড়ির চালক মনির মনির উদ্দিন (৫০)। আহত ১ জনকে দ্রুত সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এলাকাবাসীরা জানান, পদ্মা ওয়েল কোম্পানীর তেলবাহি একটি লরি ওয়েল্ডিং করার জন্য মা ইঞ্জিনিয়ারিং এ প্রবেশ করে। এ সময় গ্যাস বিস্ফোরণে ঘনাস্থলেই মারা যান দুইজন।

