ডায়াল সিলেট ডেস্ক :: সিলেটে পরিবহন শ্রমিকদের ডাকা ধর্মঘট স্থগিত করা হয়েছে। ৫ দফা দাবিতে বুধবার ধর্মঘট ডেকেছিল সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদ।
Thank you for reading this post, don't forget to subscribe!বুধবার (২৮ ফেব্রুয়ারি) পৌনে চারটা সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে বৈঠক শেষে ধর্মঘট তুলে নেওয়ার ঘোষণা দেন শ্রমিকরা।
এর আগে বেলা আড়াইটার দিকে সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসানের সঙ্গে বৈঠক শুরু করেন তার। পরে বৈঠকে অংশ নেন সিলেট সিটি করপোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী। হঠাৎ করে ডাকা পরিবহন ধর্মঘটে ভোগান্তিতে পড়েছিলেন যাত্রীসাধারণ। সমস্যায় পড়েছিলেন এসএসসি ও সমমান পরীক্ষার্থীরা।
পরিবহন শ্রমিকদের দাবিগুলোর মধ্যে ছিল সিলেটের সিএনজি রিফুয়েলিং স্টেশনগুলোতে গ্যাসের সংকট দূর করা, রাজনৈতিক বিভিন্ন মামলায় আটক শ্রমিকদের মুক্তি এবং ২০২১ সালের চৌহাট্টায় শ্রমিকদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় পুলিশের করা মামলা প্রত্যাহার করা।

