ডায়াল সিলেট ডেস্ক :: দেশব্যাপী ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলার ১০৯টি ইউনিয়নে পদযাত্রা পালনের সব প্রস্তুতি শেষ করেছে বিএনপি। ১০ দফা দাবিতে শনিবার দলটি এ কর্মসূচি পালন করবে। এর আগে শুক্রবার জেলার বিভিন্ন স্থানে বিএনপির পক্ষ থেকে প্রস্তুতি সভা ও গণসংযোগ করা হয়েছে।
জেলা বিএনপির সূত্র জানিয়েছে, ১৩টি উপজেলার ইউনিয়ন পর্যায়ে পদযাত্রায় নেতৃত্ব দেওয়ার জন্য নেতাদের তালিকা প্রস্তুত করে জেলা বিএনপির কাছে পাঠানো হয়েছে। এ তালিকায় রাখা হয়েছে উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি, সহসভাপতি, যুগ্ম সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকদের। তালিকায় থাকা নেতাদের নিজ ইউনিয়ন ইউনিট বা উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের পরামর্শে অন্য ইউনিয়নে নেতৃত্ব দিতে বলা হয়েছে।
বিএনপির ইউনিয়ন পর্যায়ের একাধিক নেতা জানিয়েছেন, সিদ্ধান্ত অনুযায়ী, শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টার মধ্যে স্থানীয়ভাবে বিভিন্ন বাজার, গ্রাম ও ব্যস্ততম হাটবাজারের আশপাশে পদযাত্রা কর্মসূচি পালন করা হবে। এ সময় কোনো মিছিল বা সমাবেশ করা হবে না। কর্মসূচি চলাকালে স্থানীয় বিএনপির কয়েক শ নেতা-কর্মী হেঁটে হেঁটে ১০ দফা দাবিসংবলিত লিফলেট বিতরণ করবেন।
এদিকে পদযাত্রা কর্মসূচি সফলে জেলা বিএনপি শুক্রবার একাধিক প্রস্তুতি সভা ও গণসংযোগ করেছে। বেলা তিনটায় সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় চ-ীপুল এলাকায় জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরীর নেতৃত্বে প্রস্তুতি সভা হয়েছে। সেখানে তিনি উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতা-কর্মীদের কর্মসূচি সফলে প্রয়োজনীয় নির্দেশনা দেন।
এর আগে ফেঞ্চুগঞ্জ উপজেলা সদরে এক প্রস্তুতি বৈঠকেও তিনি প্রধান অতিথির বক্তব্য দেন। পরে পদযাত্রা সফলে সাধারণ মানুষদের সম্পৃক্ত করতে গণসংযোগও করেন জেলা বিএনপির সভাপতি।
আবদুল কাইয়ুম চৌধুরী বলেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধারে ১০ দফা দাবি আদায়ে এ কর্মসূচি পালন করছে বিএনপি। কর্মসূচি থেকে নিত্যপ্রয়োজনীয় পণ্য, বিদ্যুৎ, গ্যাস, এলপিজি গ্যাস ও কৃষি উপকরণের দাম কমানোর দাবিও উত্থাপন করা হবে। জেলা বিএনপির সভাপতি আরও বলেন, গণতন্ত্র ও গণবিরোধী বর্তমান সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চায় বিএনপি। পদযাত্রা কর্মসূচিতে সাধারণ মানুষকে এসব বিষয়ে বোঝানোর পাশাপাশি বিএনপির আন্দোলনে একাত্মতা প্রকাশ করার অনুরোধ জানানো হবে।

