করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সিলেটে অবস্থানরত আফগানিস্তানের আট ক্রিকেটার। এ ছাড়া দলটির তিনজন সাপোর্টিং স্টাফ এবং এক ক্রিকেটারের স্ত্রীও করোনায় আক্রান্ত হয়েছেন।
Thank you for reading this post, don't forget to subscribe!মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বিশ্বস্ত এক সূত্র।
তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে গত ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে এসেছে আফগানিস্তান ক্রিকেট দল। অফিসিয়ালি সিরিজ শুরুর সময় ধরা হচ্ছে ১৯ তারিখ। কিন্তু সিরিজের আগে এক সপ্তাহের একটা ক্যাম্প করতে চায় বলে আগেভাগে বাংলাদেশে এসেছেন আফগানরা।
১২ ফেব্রুয়ারি ঢাকায় পৌঁছে ক্যাম্পের উদ্দেশ্যে সরাসরি সিলেট আসে আফগানিস্তান ক্রিকেট দল। একদিনের কোয়ারেন্টিন শেষ করে পরের দিন থেকে অনুশীলনে নেমে পড়েন সফরকারীরা। অনুশীলন ক্যাম্পের মধ্যেই মিলল করোনা হানার খবর।
১৯ ফেব্রুয়ারি পর্যন্ত সিলেটে ক্যাম্প করার কথা আফগান ক্রিকেটারদের। ১৮ ফেব্রুয়ারি নিজেদের মধ্যে ভাগ হয়ে একটা অনুশীলন ম্যাচ খেলার কথা তাদের। এরপর ওয়ানডে সিরিজ খেলতে চট্টগ্রাম যাবেন সফরকারীরা।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ-আফগানিস্তানের মধ্যে ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে- ২৩, ২৫ ও ২৮ ফেব্রুয়ারি। সবগুলো খেলাই শুরু হবে বেলা ১১টা থেকে।
টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ৩ মার্চ অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম ম্যাচ। দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে ৫ মার্চ। খেলা দুটি শুরু হবে বিকেল ৩টা থেকে।

