ডায়ালসিলেট :সিলেটের বিশ্বনাথ পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রফিক আলীকে (৪২) গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)।
Thank you for reading this post, don't forget to subscribe!বুধবার (৩০ অক্টোবর) বিকাল সাড়ে ৩টার দিকে র্যাবের একটি দল সিলেট নগরীর বন্দরবাজার এলাকা থেকে গ্রেফতার করে।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯) এর সহকারী পুলিশ সুপার ও মিডিয়া অফিসার মো.মশিহুর রহমান সোহেল।
গ্রেফতারকৃত রফিক আলী বিশ্বনাথের শাহজিরগাঁওয়ের মৃত আরজান আলীর ছেলে।
র্যাব-৯ জানায়, সিলেটে আলোচিত পংকজ কুমার হত্যা মামলার অন্যতম আসামি রফিক আলী। ৫ আগস্ট নগরীর ক্বিন ব্রিজ এলাকায় ছাত্র-জনতার অবস্থানকালে আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে জনতার উপর আক্রমণ ও গুলিবর্ষণ করেন। একপর্যায়ে কলেজছাত্র পংকজ কুমারের পেটে গুলি লেগে ঘটনাস্থলেই তিনি নিহত হন। ৫ আগস্টের পরে নিহতের পিতা বাদী হয়ে কোতয়ালি থানায় হত্যা মামলা দায়ের করেন। এ মামলার এজাহারভুক্ত আসামি বিশ্বনাথ পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রফিক আলী।
এছাড়া তার বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানায় অপহরণ মামলা রয়েছে। গ্রেফতারের পর রফিক আলীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করে র্যাব।

