ডায়ালসিলেট ডেস্ক::
Thank you for reading this post, don't forget to subscribe!সিলেট শহরতলীর বহর আবাসিক এলাকা থেকে ২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আতাউর রহমান আতাকে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আতা তেররতন এলাকার মৃত আছই মিয়ার ছেলে।
শনিবার (১৭ এপ্রিল) দুপুরে শাহপরাণ থানা পুলিশ তাকে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে। এরআগে শুক্রবার (১৬ এপ্রিল) রাতে গোপন তথ্যের ভিত্তিতে শাহপরাণ থানা পুলিশ তাকে গ্রেফতার করে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে থানায় মাদক আইনে মামলা দায়ের করে।
বিষয়টি নিশ্চিত করেন শাহপরাণ থানার ওসি আনিসুর রহমান। তিনি জানান, গোপন তথ্যে পুলিশ অভিযান চালিয়ে ইয়াবা ব্যবসায়ী আতাকে গ্রেফতার করেছে। এসময় তার কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।

