ডায়াল সিলেট ডেস্ক :: সিলেটে জেলার দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির কমিটিতে ৭ নেতাকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
Thank you for reading this post, don't forget to subscribe!
বিএনপির কেন্দ্রীয় নির্দেশ অমান্য করে সিটি করপোরেশন নির্বাচনে অংশগ্রহণ করায় দল থেকে বহিষ্কার, মৃত্যুজনিত শূন্য পদ, বিদেশে স্থায়ীভাবে চলে যাওয়া, দলের কার্যক্রমে ও কর্মসূচিতে নিষ্ক্রিয়তা ইত্যাদি কারণে দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি কমিটিতে শূন্য হওয়া পদে দলের ৭ জন নেতাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তারা হলেন সহ-সভাপতি পদে মো. মোক্তার আহমদ, যুগ্ম সম্পাদক পদে এনামুল হক মাক্কু, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদ মোবারক হোসেন তুহিন, ক্রীড়া সম্পাদক পদে মো. আলাউদ্দিন মেম্বার, সহ-সাংগঠনিক সম্পাদক পদে মো. রিফল আহমদ এবং সহ তথ্য ও গবেষণা সম্পাদক পদে আব্দুল মুহিম।
সোমবার গণমাধ্যমে দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সিদ্ধান্তে দলের ত্যাগী ও নির্যাতিত কর্মীদের মধ্য থেকে শূন্য পদে অন্তর্ভুক্তির জন্য উপজেলা বিএনপির সিদ্ধান্ত সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী অনুমোদন করেছেন।

