ডায়ালসিলেট ::সিলেটে করোনাভাইরাসে সর্বশেষ চব্বিশ ঘন্টায় মারা যাওয়া ৯ জন মারা গেছেন। এ পর্যন্ত বিভাগে মৃতের সংখ্যা এখন ১০০৫ জন। স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয় থেকে এমন তথ্য জানানো হয়েছে।
Thank you for reading this post, don't forget to subscribe!স্বাস্থ্য অধিদফতর জানায়, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টার মধ্যে সিলেটে ৯ করোনাক্রান্ত ব্যক্তি মারা গেছেন। তাদের সবাই সিলেট জেলার বাসিন্দা।
সবমিলিয়ে বিভাগে ১০০৫ জন মারা গেছেন করোনায়। তন্মধ্যে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৯০ জনসহ সিলেট জেলাতেই ৮২০ জন মারা গেছেন। মৃতদের মধ্যে সুনামগঞ্জের ৬৯ জন, মৌলভীবাজারের ৭০ জন ও হবিগঞ্জের ৪৬ জন রয়েছেন।
এদিকে, সর্বশেষ চব্বিশ ঘন্টায় বিভাগে করোনাক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ২০৪ জন। তাদের মধ্যে ওসমানী হাসপাতালে ২০ জনসহ সিলেট জেলায় শনাক্ত হয়েছেন ১২৩ জন। শনাক্তদের মধ্যে রয়েছেন সুনামগঞ্জের ১৮ জন, মৌলভীবাজারের ৩২ জন ও হবিগঞ্জের ৩১ জন।
১৩৮৫ জনের নমুনা পরীক্ষা করে তাদেরকে শনাক্ত করা হয়েছে। শনাক্তের হার ১৪.৭৩ ভাগ।
সিলেটে মোট করোনাক্রান্ত এখন ৫১ হাজার ৬২৫ জন। সর্বোচ্চ ৩১ হাজার ৯০৪ জন আক্রান্ত হয়েছেন সিলেট জেলায়। বাকিদের মধ্যে সুনামগঞ্জের ৫৯৬৭ জন, মৌলভীবাজারের ৭৫৪৯ জন ও হবিগঞ্জের ৬২০৫ জন রয়েছেন।
এদিকে, গেল চব্বিশ ঘন্টায় সুস্থ হয়ে ওঠেছেন ৫৭৫ জন করোনা রোগী। তাদেরকে নিয়ে মোট সুস্থ হওয়াদের সংখ্যা দাঁড়িয়েছে ৪১ হাজার ৩৩৫ জনে।
সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় জানান, বর্তমানে সিলেটের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৩৮৭ জন করোনা রোগী।
ডায়ালসিলেট এম/

