ডায়ালসিলেট ডেস্ক :ভালো চাকরির সন্ধানে সিলেটে এসে জনতার হাতে আটক হলেন মো.আনিসুর রহমান (৪৮) নামে মিয়ানমারের এক নাগরিক।শনিবার (১৯ অক্টোবর) বিকেলে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধীনস্থ মিনাটিলা বিওপির ঝিঙ্গালাবাড়ী থেকে স্থানীয় জনতা তাকে আটক করে। পরবর্তীতে বর্ডার গার্ড বাংলাদেশ’র কাছে সোপর্দ করা হয়।
Thank you for reading this post, don't forget to subscribe!আটককৃত আনিসুর রহমান মিয়ানমারের মুন্ডু জেলার নোয়াপাড়া থানার বাসিন্দা।
বিজিবি৪৮ জানায়, আনিসুর গত ৭ বছর আগে মিয়ানমার থেকে কক্সবাজারে প্রবেশ করে। এফডিএমএন ক্যাম্প থেকে পালিয়ে বাংলাদেশের বিভিন্ন জায়গায় অবস্থান করে। সম্প্রতি সিলেটে ভালো চাকরির সন্ধানে অবস্থান করছিল। তবে বিজিবি তার কাছে কোনো পরিচয়পত্র পায়নি।
আটককৃত আনিসুরকে জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় বিজিবি।

