ডায়ালসিলেট ডেস্ক:১টি চোরাই প্রাইভেটকার উদ্ধারসহ গাড়ি চোর চক্রের চিহ্নিত দুই সদস্যকে আটক করেছে কোতোয়ালী মডেল থানার পুলিশ। সোমবার (২৪ ফেব্রুয়ারি) অভযান চালিয়ে তাদের আটক করা হয়।
Thank you for reading this post, don't forget to subscribe!আটককৃতরা হলেন, হবিগঞ্জ সদর উপজেলার ধুলিয়ারখাল গ্রামের মৃত সুরত আলীর ছেলে শাহীন মিয়া (৩৫) ও একই জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার কদমতলী গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে জিলু মিয়া (২৯)।
পুলিশ জানায়, গত ১৭ ফেব্রুয়ারি সিলেটের জেলা প্রশাসকের কার্যালয়ের ভেতরের ৩নং বিল্ডিংয়ের নিচ থেকে নগরীর কুয়ারপাড় এলাকার বাসিন্দা নিরাপদ দাশ পিংকুর মালিকানাধীন ছাই রঙের একটি প্রাইভেটকার (রেজিঃ নং-ঢাকা মেট্রো-গ-১৩-৭৭৮৫, মূল্য আনুমানিক ২ লক্ষ ৪০ হাজার টাকা) চুরি হয়। উক্ত ঘটনায় নিরাপদ দাশ পিংকু বাদী হয়ে কোতোয়ালী মডেল থানায় অভিযোগ দাখিল করলে তা মামলা (নং-৪৫, তারিখ-২৩/০২/২০২০, ধারা-৩৭৯, পেনাল কোড) হিসেবে রুজু করা হয়। সোমবার মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানাধীন লছনা বাজার সংলগ্ন সাতগাঁও চা-বাগানের সামনে থেকে ২ জন চিহ্নিত গাড়ি চোরকে আটক ও চোরাই প্রাইভেটকারটি উদ্ধার করা হয়।

