সিলেট নগরের ছড়ারপার ও মাছিপুরবাসীর মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। এসময় ছড়ার পাড় এলাকার সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র প্রয়াত বদরউদ্দিন আহমদ কামরানের বাসায় হামলা চালিয়েছে এক পক্ষ। সংঘর্ষ চলাকালে গুলি বিনিময়ের ঘটনা ঘটে বলেও স্থানীয় সূত্রে জানা গেছে।
বুধবার রাত ৮টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। তবে কাউকে আটক করা হয়নি।

Thank you for reading this post, don't forget to subscribe!

স্থানীয় একটি সূত্র জানিয়েছে, সড়কের জায়গা নিয়ে কয়েকদিন ধরে ছড়ারপাড় ও মাছিমপুরের লোকজনের মধ্যে উত্তেজনা চলছিল। এ নিয়ে মঙ্গলবার ১৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম মুনিম ও ২৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোস্তাক আহমদের উপস্থিতিতে বৈঠক হয়। কিন্তু বৈঠকে কোন সমাধান হয়নি। এর জের ধরে বুধবার উভয় পাড়ার লোকজনের মধ্যে সংঘর্ষ হয়।
ওই সূত্র জানায়, বুধবার রাত ৮টার দিকে মাছিমপুরের একদল লোক ছড়ারপাড়ে এসে সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরানের বাসায় ইটপাটকেল নিক্ষেপ করে বাসার জানালা ও সামনে রাখা গাড়ি ভাঙচুর করে। এসময় কয়েকজনকে মারধরও করে তারা। এরপর দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এসময় গুলাগুলির ঘটনা ঘটে বলেও জানা গেছে।
সিলেট মহানগর পুলিশের উপ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফাঁকা গুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন পরিস্থিতি শান্ত হয়েছে।
তিনি বলেন, সংঘর্ষকালে দুইপক্ষের মধ্যে গুলাগুলির ঘটনা ঘটেছে বলে শুনেছি। এবিষয়টি আমরা তদন্ত করে দেখছি।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *