নিজস্ব প্রতিবেদক :: সিলেটের এমসি কলেজের ছাত্রাবাসে গৃহবধূ ধর্ষণের ঘটনায় ছাত্রলীগ কর্মী সাইফুর রহমান ও অর্জুন লস্করের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রট ২য় আদালত।
Thank you for reading this post, don't forget to subscribe!সোমবার (২৮ সেপ্টেম্বর ২০২০ইং) আদালতে গ্রেফতারকৃত আসামীদের হাজির করে ধর্ষণ মামলা ৭ দিনের রিমান্ড আবেদন করা হলে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রট ২য় আদালতের বিচারক সাইফুর রহমান ৫দিনের রিমান্ড মঞ্জুর করেন।
সিলেট মহানগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) অমূল্য কুমার চৌধুরী জানান, ধর্ষণ মামলায় সাইফুর ও অর্জুন লস্করের ৫দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
অন্যদিকে রাষ্টপক্ষের আইনজীবী খোকন কুমার দত্ত জানান, তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা মামলাও হয়েছে এবং বিজ্ঞ আদালতের বিচারকের নিকট ৭দিনের রিমান্ডে আবেদন করা হলে ৫দিনের রিমান্ড মঞ্জুর করেন। তবে আসামীর বিরুদ্ধে সিলেট আইনজীবী সমিতি পক্ষ থেকেও কোন আইনজীবী লড়বেন না বলে জানা যায়।

