নিজস্ব প্রতিবেদক :: সিলেটের করোনায় আক্রান্ত হয়েছেন ৯৯ জন। ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে ২৬ জন এবং সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাব থেকে ৭৩ জন করোনা পজেটিভ ধরা পড়েছে।
Thank you for reading this post, don't forget to subscribe!সোমবার রাত পর্যন্ত দুটি ল্যাব এনিয়ে মোট আক্রান্ত হয়েছেন ৯৯ জন। সিলেট ওসমানি মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৩২০ টি স্যাম্পুল রিসিব করা হয়। তার মধ্যে ২৮২ জনের নমুনা পরীক্ষা করা হলে ২৬ জনের করোনা পজেটিভ ধরা পড়ে এবং বাকি ২৫৬ জনের আসে নেগেটিভ।
এর মধ্যে মহিলা ৭ জন ও পুরুষ ১৯ জন।এদের মধ্যে সিলেট জেলায় ২৫ জন, ও মৌলভীবাজার জেলায় ১ জন আক্রান্ত হয়েছেন।
অন্যদিকে, সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয়ের পিসিআর ২১৭ টি স্যাম্পুল রিসিব করা হয়েছে তার মধ্যে ২৬৮ জনের পরীক্ষা করা হলে ৭৩ জনের করোনা পজেটিভ ধরা পড়ে বাকি ১৯৫ জনের আসে নেগেটিভ। এদের মধ্যে সিলেট জেলায় ১১জন, সুনামগঞ্জ জেলায় ২৫জন এবং হবিগঞ্জ জেলার ১৬জন ও মৌলভীবাজার জেলায় ২১জন।
সব মিলিয়ে আক্রান্ত হলেন মধ্যে সিলেটে ৩৬ জন, সুনামগঞ্জ ২৫ জন,হবিগঞ্জ ১৬জন এবং মৌলভীবাজারে ২২জনসহ ১দিনে মোট আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৯৯ জন। এর আগে আজ সকাল পর্যন্ত বিভাগজুড়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ছিল ৯ হাজার ৬১১ জন।

