ডায়ালসিলেট ডেস্ক:ইংরেজি নববর্ষ বরণ এবং ‘থার্টি ফার্স্ট নাইট’ উপলক্ষে সিলেট নগরীকে নিরাপত্তার-চাদরে ঢেকে ফেলেছে এলিট ফোর্স র্যাব-৯, সিলেট।
জনগণের জানমালের নিরাপত্তার স্বার্থে, বিভিন্ন সড়কে টহলের পাশাপাশি নগরীতে যেকোন ধরনের বিশৃঙ্খলা কিংবা নাশকতা রোধে বিভিন্ন সড়কে চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজন যানবাহনেও তল্লাশি চালানো হচ্ছে।
মঙ্গলবার সন্ধ্যার পর থেকেই নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে টহল দিচ্ছে র্যাবের এই অভিজ্ঞ টিম।