ডায়ালসিলেট ডেস্ক:সিলেটে নিখোঁজ স্কুল শিক্ষার্থী মাহি আক্তারের বড় ভাইয়ের কাছ থেকে পুলিশের এসআই মাসুদ পরিচয় দিয়ে কয়েক হাজার টাকা হাতিয়ে নিয়েছে একটি চক্র।নিখোঁজ মাহি আক্তার নগরীর মির্জাজাঙ্গল বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী ও শেখঘাট এলাকার নাজিম উদ্দিনের মেয়ে। গত ১৯ আগস্ট সকালে বাবাকে নিয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তার দেখাতে গিয়ে নিখোঁজ হন ওই ছাত্রী। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
Thank you for reading this post, don't forget to subscribe!জানা যায়, মঙ্গলবার (৩সেপ্টম্বর) সকাল সাড়ে ৯টার দিকে নিখোঁজ মাহির বড়ভাই রাজিব আহমদকে এক ব্যক্তি ফোন দেন। তিনি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানার এসআই মাসুদ পরিচয় দিয়ে জানান-আপনার বোনকে পাওয়া গেছে। আপনারা দ্রুত চলে আসুন। তার কথা শুনে পরিবারের লোকজন ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশে রওনাও দেন। একটু পরে আবার ফোন দিয়ে জানায়, তার (মাহি আক্তার) অবস্থা ভালো নয়। রক্ত ও চিকিৎসা লাগবে। এজন্য এখনই কিছু টাকার প্রয়োজন। সব মিলিয়ে ৮ হাজার ৩০০ টাকা দিতে বলেন ওই ব্যক্তি। পরে নিখোঁজ ছাত্রীর ভাই রাজিব মোট ৯ হাজার টাকা বিকাশ করে পাঠান। কিন্তু এরপর থেকেই যোগাযোগের নাম্বারটি বন্ধ পান রাজিব।
রাজিব আহমদ বলেন, পুলিশ পরিচয় দিয়ে আমার সঙ্গে প্রতারণা করা হয়েছে। ফোনে তার নাম উঠে এসআই মাসুদ। বিষয়টি পুলিশকে অবগত করেছি।
এব্যাপারে কোতোয়ালী মডেল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.নুনু মিয়া বলেন, থানা পুলিশ বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে। টাকা দেওয়ার আগে তারা আমাদের জানানো উচিত ছিলো। তাহলে এই প্রতারণা হতো না।

