ডায়াল সিলেট রিপোর্ট :: বর্ণমালার মিছিলের মাধ্যমে সিলেটে ভাষার মাস ফেব্রুয়ারিকে বরণ করে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার ফেব্রুয়ারির প্রথম দিনে এই বর্ণমালা মিছিলের আয়োজন করে সম্মিলিত নাট্য পরিষদ, সিলেট।

Thank you for reading this post, don't forget to subscribe!

 

সকাল সাড়ে ১০ টায় সিলেট নগরের শারদা হল প্রাঙ্গণ থেকে মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা করা হয়য়্ছোড়া নৃত্য পরিবেশন করেন শিল্পীরা।

 

মিছিলে বাংলা বর্ণমালা লেখা প্লেকার্ড হাতে নিয়ে অংশ নেন বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, প্রশাসনের কর্মকর্তা এবং সিলেটের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা। ভাষার গান গেয়ে নগর প্রদক্ষিণ করেন তারা।

 

এতে অন্যান্যের মধ্যে অংশ নেন সিলেট সিটি মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী, সিলেটের জলা প্রশাসক শেখ রাসেল হাসান, মহানগর মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ভবতোষ রায় বর্মন রানা, সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের প্রধান পরিচালক অরিন্দম দত্ত চন্দন, সভাপতি রজতকান্তি গুপ্ত প্রমুখ।

 

ভাষা আন্দোলনের আদর্শ ও চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতেই এমন আয়োজন বলে জানিয়েছেন সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সভাপতি রজতকান্তি গুপ্ত। তিনি বলেন, ভাষার মাসকে বরণের মাধ্যমে তরুণ প্রজন্ম যেন বাঙালির ইতিহাস-ঐতিহ্যকে লালন করে মাতৃভাষার মর্যাদা রক্ষায় কাজ করে।

 

রজত জানান, প্রতিবছরই ভাষা শহীদদের স্মরণ করা এবং নতুন প্রজন্মের সামনে মহান ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরার উদ্দেশে এ আয়োজন করে সম্মিলিত নাট্যপরিষদ সিলেট।

 

মিলি পরবর্তী আলোচনা পর্বে বাংলা ভাষা চর্চায় এমন আয়োজন আরো ব্যপকভাবে করার আহ্বান জানান মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী।

 

জেলা প্রশাসক রাসেল হাসান বলেন, সিলেটে প্রতি বছর বর্ণমালার মিছিলের মাধ্যমে ভাষার মাসকে বরণ করা হচ্ছে। এটি একটি ব্যতিক্রম আয়োজন। দেশের আর কোন জেলায় এরকম আয়োজন হয় কি না আমার জানা নেই।

 

প্রমিত ভাষার পাশপাশি আঞ্চলিক ভাষাগুলো রক্ষার প্রয়োজীনতার কথা জানান জেলা প্রশাসক।

 

ভাষার মাস বরণে থিয়েটার মুরারিচাঁদ’র বর্ণমালার মিছিল

 

ফেব্রুয়ারি আমাদের মহান ভাষা আন্দোলনের মাস। এ মাসেই আমরা আমাদের প্রাণের ভাষা বাংলাকে রাষ্ট্রীয় মর্যাদা দানের জন্য লড়াই করেছিলাম। মহান ভাষার এ মাসকে বরণ করে নিতে মুরারিচাঁদ কলেজ, সিলেটের নাট্য সংগঠন থিয়েটার মুরারিচাঁদ আয়োজন করে বর্ণমালার মিছিল।

 

বৃহস্পতিবার সকাল ১১টায় মুরারিচাঁদ কলেজ ক্যাম্পাসে বর্ণমালার মিছিল বের করা হয়।

 

এসময় উপস্থিত ছিলেন মুরারিচাঁদ কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মো. রিয়াজ, উপাধ্যক্ষ প্রফেসর সাইফুদ্দীন আহম্মদ, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর তোফায়েল আহম্মদ।

 

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, থিয়েটার মুরারিচাঁদের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক মোছাম্মৎ জেবিন আক্তার, থিয়েটার মুরারিচাঁদ’র সভাপতি রিংকু মালাকার, সাধারণ সম্পাদক জুয়েল কান্তি দাসসহ মোহনা সাংস্কৃতিক সংগঠন, মুরারিচাঁদ কবিতা পরিষদ, এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটি,ধ্রুবক ক্লাব এবং কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দ।

 

কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ করে শহিদ মিনারে ভাষা শহিদ স্মরণে বক্তব্য প্রদান করেন অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মো: রিয়াজ। শেষে শহিদ মিনারে কবিতা, সংগীত, আবৃত্তি পরিবেশন করে থিয়েটার মুরারিচাঁদ’র শিল্পীরা।

 

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *