ডায়ালসিলেট ডেস্ক :: সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার যৌথ আয়োজনে ১ নভেম্বর প্রতীকী জাতীয় যুব দিবস ২০২৫ ও সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থার ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে “বাংলাদেশের কর্মমুখী ও আত্মনির্ভরশীল যুবদের ঐক্য-ঘুষখোর, দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের হাত থেকে দেশকে করবে মুক্ত” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনব্যাপী অনুষ্টানের আয়োজন করা হয়।

Thank you for reading this post, don't forget to subscribe!

দক্ষিণ সুরমা খোজারখলা স্কয়ারে সকাল সাড়ে ৯ ঘটিকায় যুব সমাবেশ, ও সাড়ে ১০ ঘটিকায় সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থার ১২তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা অনুষ্ঠান ও বেলুন উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন পালন করা হয়। পরে সকাল ১১ ঘটিকায় খোজারখলা স্কয়ার হতে কাজিরবাজার সেতু হতে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জিন্দাবাজার পয়েন্ট হয়ে সিলেট কল্যাণ সংস্থার কেন্দ্রীয় কার্যালয় পর্যন্ত বর্ণাঢ্য যুব শোভাযাত্রা বের করা হয়।

বৈরী আবহওয়ার কারণে সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থার ২০২৫-২০২৮ খ্রীষ্টাব্দের ৩ বছর মেয়াদী বিভাগীয় কমিটির শপথ অনুষ্ঠান বিকাল ৩ ঘটিকায় সিকস’র কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

যুব সমাবেশে বক্তারা বলেন, ঘুষখোর, দুর্নীতিবাজ ও চাঁদাবাজ, বাংলাদেশের সর্বস্তরের সাধারণ জনগণ ও যুবদের জন্য সবচেয়ে বড় অভিশাপ। ঘুষখোর, দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এই নিকৃৃষ্ট ব্যাক্তিরাই যুবদের উন্নয়নের অন্তরায়।

বক্তারা আরো বলেন, বাংলাদেশের এক-তৃতীয়াংশ যুবদের প্রাণের দিন জাতীয় যুব দিবস ১ নভেম্বর ফিরিয়ে দিতে হবে। অন্যথায় যুব উন্নয়নের অধিদপ্তরের সামনে অবস্থান কর্মসূচী, শোয়া কর্মসূচী সহ তীব্র আন্দোলনের কঠিন হুশিয়ারী দেন বক্তারা। যুব সমাবেশ থেকে ১ নভেম্বর জাতীয় যুব দিবস-এর ফিরিয়ে দেওয়ার জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা সহ ২৩ উপদেষ্টার প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়।

জাতীয় যুব দিবস ২০১০-এ জাতীয় যুব পুরস্কার শ্রেষ্ঠ যুব সংগঠক পদকপ্রাপ্ত, সংস্থাগুলোর প্রতিষ্ঠাতা সভাপতি ও সিলেট কল্যাণ সংস্থার কার্যকরী কমিটির সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের সভাপতিত্বে ও সিবিযুকস’র বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক হুমায়ুন রশিদ চৌধুরীর পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন সিবিযুকস’র সভাপতি আলহাজ্জ মুখতার আহমেদ তালুকদার।

যুব দিবসের স্বার্থকতা উপস্থাপন করে বক্তব্য রাখেন সিকস’র কার্যকরী কমিটির সাধারণ সম্পাদক মোঃ জিয়াউর রহমান। যুব সমাবেশে বক্তব্য রাখেন সিকস’র কার্যকরী কমিটির সহ-সাধারণ সম্পাদক মোঃ তালেব হোসেন তালেব, সিবিযুকস’র সহ-সভাপতি রাধিকা রঞ্জন পাল ছাবুল, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক মোঃ মাহবুব ইকবাল মুন্না, সহ-সাধারণ সম্পাদক বিজিত চন্দ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ ফুজায়েল আহমদ, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহীন আহমেদ, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ সাহেদ আহমদ শান্ত, যোগাযোগ ও সমন্বয় সম্পাদক দিপক কুমার মোদক বিলু, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক কবি কামাল আহমদ, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি সদস্য মোঃ জয়নাল আবেদীন, মৌলভীবাজার প্রতিনিধি সদস্য মীর মোঃ ছাইফুল ইসলাম, সিলেট জেলা কমিটির সাধারণ সম্পাদক মাসুম মিয়াজী,

প্রচার ও যোগাযোগ সম্পাদক মোঃ ইকবাল হোসেন, যুব ও ক্রীড়া সম্পাদক জামাল আহমদ, সিলেট মহানগর কমিটির সভাপতি জাকারিয়া মোহাম্মদ সালাহউদ্দিন সাকের, সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম শিতাব, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাজ্জাদ খান, অর্থ সম্পাদক পিযোষ মোদক, সদস্য মোঃ জুয়েল মিয়া, সুনামগঞ্জ জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ সুহেল মিয়া খান। বণাঢ্য শোভাযাত্রা সিলেট কল্যাণ সংস্থার কার্যকরী কমিটির সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের নেতৃত্বে প্রায় ৪ শতাধিক যুবপ্রেমী নাগরিকবৃন্দ উপস্থিত ছিলেন।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *