১লা জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে বিভাগজুড়ে করোনায় নতুন শনাক্ত ৬৬সহ মোট ১৭৫জন

সিলেট বিভাগে আজ ১ দিনেই করোনা রোগী ধরা পড়ল সর্বোচ্চ । সিলেট বিভাগের ১ হাজার নমুনা পাঠানো হয়েছিল ঢাকায় আইইডিসিআরে। আজ শুক্রবার মৌখিকভাবে নমুনা পরীক্ষা করে এ পর্যন্ত ৬৬ জনের শরীরে করোনা শনাক্ত করা হয়। তবে এর সংখ্যা আরও বাড়তে পারে বলে আইইডিসিআর থেকে জানানো হয়েছে। আজ রাতেই এর সঠিক রোগীর সংখ্যা জানা যাবে।এ নিয়ে সিলেটবিভাগজুড়ে করোনা পজেটিভ সনাক্ত হয়েছেন ১৭৫জন।

এবিষয়ে স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় অফিসের সহকারী পরিচালক ডা. ‍আনিছুর রহমান ডায়ালসিলেটকে এ তথ্য জানিয়েছেন।

এতে জানা যায়, আক্রান্তদের মধ্যে মৌলভীবাজারের ৫ জন, সুনামগঞ্জের ৫ জন ও হবিগঞ্জ জেলার ১২ জনসহ মোট ২১জনের তথ্য জানা গেছে। তবে এই মুহূর্তে বাকিদের তথ্য সম্পর্কে আজ রাতেই জানা যাবে।

0Shares
`);printWindow.document.close(); }) .catch(error => console.error("Error loading print page:", error)); }); });