বাংলাদেশ ইংলিশ ল্যাংগুয়েজ টিচার্স অ্যাসোসিয়েশনের (বেলটা) সিলেট চ্যাপ্টারের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
Thank you for reading this post, don't forget to subscribe!
বৃহস্পতিবার (১৮ নভেম্বর) রাতে বেলটা সিলেট চ্যাপ্টারের কোঅর্ডিনেটর, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক প্রণবকান্তি দেব সভাপতিত্ব সভা অনুষ্ঠিত হয়।
সভায় বেলটার নতুন কমিটির অভিষেক, এবং সিলেট বিভাগে বেলটাকে সাংগঠনিকভাবে গতিশীল করতে বিভিন্ন পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।
জেনারেল সেক্রেটারি সুলতান আহমদের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন- বেলটার এসিস্ট্যান্ট কোঅর্ডিনেটর, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক তাসনিয়া মিজান চৌধুরী, জয়েন্ট সেক্রেটারি, দোয়ারাবাজার সোনাপুর মডেল হাইস্কুল, ছাতকের সহকারী শিক্ষক ইমদাদুল হক মিলন, অর্গানাইজিং সেক্রেটারি, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক চৌধুরী সাইমুন আফরোজী, ট্রেজারার, দক্ষিণ সুরমা সরকারী কলেজের প্রভাষক সুমন রায়, পাবলিকেশন সেক্রেটারি, জালালাবাদ ক্যন্টনমেন্ট ইংলিশ স্কুলের সিনিয়র শিক্ষক আতিয়া আমাতুন নূর, কার্যনির্বাহী সদস্য, এহতেশামুল করিম, সরকারী টিচার্স ট্রেনিং কলেজ সিলেটের প্রভাষক বিধান চক্রবর্তী, মৌলভীবাজার আলী আমজদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পূর্ণা রায় ভৌমিক, সরকারী দ্বিগেন্দ্র বর্মন কলেজ, বিশ্বম্ভপুর, সুনামগঞ্জের প্রভাষক মো. মশিউর রহমান, গোয়াইনঘাট সরকারী কলেজের সহকারী অধ্যাপক চিত্তরঞ্জন রাজবংশী, এবং কুলাউড়া ডিগ্রী কলেজ,মৌলভীবাজারের প্রভাষক মো. মাহফুজুর রহমান।
সভায় বক্তারা ইংরেজি শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়নে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার উপর গুরুত্ব আরোপ করেন।

