ডায়ালসিলেট ডেস্ক:সিলেট নগরীতে আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজকে অপহরণ করে নিয়ে কোপানো হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করা হয়েছে।তিনি নগরীর একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।সংশ্লিষ্ট একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করে জানিয়েছে, বৃহস্পতিবার মধ্যরাত ১২টার দিকে নগরীর সুবিদবাজার এলাকায় তিনি অপহৃত হন এবং রাত সাড়ে ৩টার দিকে তাকে রক্তাক্ত অবস্থায় সাগরদিঘীর পাড় এলাকা থেকে উদ্ধার করা হয়।অপহৃত হওয়ার আগে মিসবাহ উদ্দিন সিরাজ সিএনজি অটোরিকশা করে সুবিদবাজার এলাকায় একটি বাসায় যাচ্ছিলেন। পথে কয়েকটি মোটরসাইকেল আরোহী যুবক তার অটোরিকশার গতিরোধ করে। এসময় অস্ত্রেরমুখে অন্য একটি অটোরিকশায় তুলে নিয়ে যায়।রাত সাড়ে ৩টা সাগরদিঘীরপাড় এলাকায় তাকে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়। সেখান থেকে তাকে উদ্ধার করে রাগীব বাবেয়া হাসপাতালের একটি অ্যাম্বুলেন্সে করে নগরীর সোবহানীঘাটস্থ একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়। রাতেই তাঁর শরীরে অস্ত্রোপচার হয়। শুক্রবার সকাল ১০টার দিকে তিনি ওই হাসপাতাল থেকে ছাড়া পান এবং এভারগ্রীনের একটি অ্যাম্বুলেন্সে করে তাকে নিয়ে যাওয়া হয়।
Thank you for reading this post, don't forget to subscribe!বিষয়টি জানতে অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজের সঙ্গে মোবাইল ফোনে যোগায়োগের চেষ্ঠা করা হলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়। তাঁর স্ত্রীও ফোন ধরেন নি।তবে, রাত ৮টার দিকে অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজের মেয়ে মুনতাহা আহমদ মিসবাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।তিনি জানিয়েছেন, তার বাবার অবস্থা ভালো নয়। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে।তিনি তার বাবার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।

