Last updated on আগস্ট ৩, ২০২২ at ০৬:২৮ পূর্বাহ্ণ

Thank you for reading this post, don't forget to subscribe!

 

 

সোহেল আহমদ :: সিলেটে পুলিশ হেফাজতে রায়হান আহমদ (৩৪) হত্যা মামলার প্রধান আসামি বন্দরবাজার ফাঁড়ির তৎকালীন ইনচার্জ বরখাস্তকৃত উপ-পরিদর্শক (এসআই) আকবর হোসেনসহ ৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত।

সোমবার আসামিদের উপস্থিতিতে সিলেট মহানগর দায়রা জজ মো. আব্দুর রহিমের আদালতে পাঁচ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে মামলাটির আনুষ্ঠানিক বিচার শুরু হলো। বিষয়টি মহানগর দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট নওশাদ আহমদ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, আগামী ১০ মে বাদীর সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করেছেন আদালত। এদিন মামলার বাদী তাহমিনা আক্তার তান্নির সাক্ষ্যগ্রহণের মাধ্যমে সাক্ষ্যগ্রহণ শুরু হবে।

অভিযোগ গঠনকালে মামলার প্রধান আসামি সিলেটের বন্দরবাজার ফাঁড়ির তৎকালীন ইনচার্জ বহিষ্কৃত এসআই আকবর হোসেন ভূঁইয়াসহ ৫ আসামি আদালতে উপস্থিত ছিলেন। এক আসামি পলাতক রয়েছেন।

এর আগে কয়েক দফা পিছিয়ে যায় অভিযোগ গঠনের তারিখ। সর্বশেষ গত ১২ এপ্রিল আসামিদের পক্ষে অব্যাহতির আবেদন দাখিল ও তা শুনানি না হওয়ায় অভিযোগ গঠনের তারিখ পিছিয়ে যায়।

২০২০ সালের ১০ অক্টোবর রাতে নগরের আখালিয়া এলাকার বাসিন্দা রায়হান আহমদকে ধরে নিয়ে আসে বন্দরবাজার ফাঁড়ি পুলিশ। পরদিন সকালে তিনি মারা যান।

পুলিশের পক্ষ থেকে প্রথমে দাবি করা হয়, ছিনতাইকালে গণপিটুনিতে মারা গেছেন রায়হান। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয় বন্দরবাজার ফাঁড়িতে ধরে নিয়ে নির্যাতন চালিয়ে রায়হানকে হত্যা করা হয়েছে। পুলিশের প্রাথমিক তদন্তে এই অভিযোগের সত্যতাও মেলে।

ফাঁড়ির ইনচার্জের দায়িত্বে থাকা এসআই আকবর হোসেন ভূঁইয়াসহ চারজনকে ১২ অক্টোবর সাময়িক বরখাস্ত ও তিনজনকে প্রত্যাহার করা হয়। এরপর পুলিশি হেফাজত থেকে কনস্টেবল হারুনসহ তিনজনকে গ্রেফতার করে মামলার তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

তবে প্রধান অভিযুক্ত আকবর ১৩ অক্টোবর পুলিশ হেফাজত থেকে পালিয়ে ভারতে চলে যান। এ নিয়ে সিলেটে ব্যাপক আন্দোলন গড়ে উঠলে ওই বছরের ৯ নভেম্বর সিলেটের কানাইঘাট সীমান্ত থেকে তাকে গ্রেফতার করে জেলা পুলিশ।

এদিকে এ ঘটনায় রায়হানের স্ত্রী তাহমিনা আক্তার তান্নি বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় পুলিশ হেফাজতে মৃত্যু (নিবারণ) আইনে মামলা করেন। গত বছরের ৫ মে এই মামলায় পাঁচ পুলিশ সদস্য ও কমকর্তাসহ ৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র আদালতে দাখিল করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (পিবিআই)।

এতে বন্দরবাজার পুলিশ ফাঁড়ির বরখাস্তকৃত উপ-পরিদর্শক (এসআই) আকবর হোসেন ভূঁইয়া, বরখাস্তকৃত উপ-পরিদর্শক (এসআই) হাসান উদ্দিন, সহকারী পরিদর্শক (এএসআই) আশেক এলাহী, কনস্টেবল টিটু চন্দ্র দাস, হারুনুর রশিদ ও সিলেটের কোম্পানীগঞ্জের স্থানীয় সাংবাদিক আবদুল্লাহ আল নোমানকে অভিযুক্ত করা হয়।
অভিযুক্তদের মধ্যে নোমান ছাড়া সবাই কারাগারে আছেন। নোমানের বিরুদ্ধে অভিযোগ হত্যাকাণ্ডের আলমত সিসিটিভির ফুটেজ সরাতে আসামিদের সহায়তা করেছেন তিনি।

চলতি বছরের ৮ মার্চ সিলেট অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালত থেকে মামলাটি বিচারের জন্য সিলেট মহানগর দায়রা জজ আদালতে পাঠানো করা হয়।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *