ডায়ালসিলেট ডেস্ক:: কঠোর বিধি-নিষেধের ১৪ দিনে সিলেট জেলায় তিন হাজার ৩১৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ সময়ে মারা গেছে ৪৮ জন।
Thank you for reading this post, don't forget to subscribe!এদিকে বৃহস্পতিবার গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে ৫৩৮ জনের করোনা শনাক্ত হয়েছে। মারা গেছে তিনজন।
স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের হিসাব অনুযায়ী, গত ১ জুলাই সকাল ৮টা পর্যন্ত জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ছিল ১৭ হাজার ১৯৪। আর মৃতের সংখ্যা ছিল ৩৯১। বিধি-নিষেধের ১৪ দিন শেষে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ায় ২০ হাজার ৫০৯। মৃতের সংখ্যা বেড়ে হয় ৪৩৯। অর্থাৎ গত ১৪ দিনে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে তিন হাজার ৩১৫ জন। আর মারা গেছে ৪৮ জন।
এদিকে গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে ৫৩৮ জনের করোনা শনাক্ত হয়েছে, যা এক দিনে তৃতীয় সর্বোচ্চ। এর আগে ১৩ জুলাই সিলেটে ৫৪০ জন এবং ১১ জুলাই ৬০২ জনের দেহে করোনা শনাক্ত হয়। স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় শনাক্ত রোগীর মধ্যে ২৮৩ জনই সিলেট জেলার বাসিন্দা। বাকিদের মধ্যে সুনামগঞ্জের ৬৫ জন, হবিগঞ্জের ৯৯ জন এবং মৌলভীবাজারের ৯১ জন রয়েছে।
ডায়ালসিলেট এম/৫

