ডায়ালসিলেট ডেস্ক::
Thank you for reading this post, don't forget to subscribe!সিলেটে লকডাউনে কঠোর অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
১৪ এপ্রিল, বুধবার থেকে আজ লকডাউনের চতুর্থ দিনে অব্যাহত দায়িত্ব পালনে মাঠে আছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের সকল ইউনিটের সদস্যরা।
আজ শনিবার (১৭ এপ্রিল) বিকেলে সিলেটের হুমায়ূন রশীদ চত্বরে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) এর সদস্যদের স্বাস্থ্যবিধিসহ লকডাউন আইন মানাতে এবং জনসাধারণের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষে প্রচারণা করতে দেখা যায়।
এসময় মাস্কবিহীন পথচারীদের মুখে মাস্ক পরিয়ে দেন ডিবি পুলিশের সদস্যরা।
এছাড়াও শাহপরান থানাধীন শিবগঞ্জ পয়েন্টসহ মহানগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টে সমূহে সার্বক্ষণিক ডিউটি করছে এসএমপির ডিবি বিভাগের পুলিশ সদস্যগণ।

