ডায়ালসিলেট ডেস্ক :সিলেটে পৃথক অভিযানে এক কোটি ৮৬লাখ টাকার ভারতীয় বিভিন্ন ধরনের পণ্য ও অবৈধভাবে পাথর উত্তোলনকালে দুটি নৌকা জব্দ করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।
Thank you for reading this post, don't forget to subscribe!বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সিলেট ও সুনামগঞ্জের সীমান্ত এলাকায় সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির পৃথক অভিযানে এসব ভারতীয় চোরাচালান জব্দ করা হয়।
শুক্রবার(১নভেম্বর) দুপুরে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমানের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় শাড়ী-৭৯৮ পিস, কাশ্মীরি শাল-১২১ পিস, থ্রী পিস-৮১ পিস, কসমেটিক সামগ্রী-৪৫৬ পিস, মকমল সোফার কভার-২৫৪.৪০ মিটার এবং অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকা ২ নৌকাসহ অন্যান্য পণ্য। যার মূল্য ১ কোটি ৮৬ লাখ ৮০ হাজার ২৮০ টাকা।
বিজিবি ৪৮ সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান পিএসসি জানিয়েছেন,উর্ধ্বতন সদরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি’র আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে চোরাচালানী মালামাল জব্দ করা হয়। জব্দকৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

