ডায়ালসিলেট::
Thank you for reading this post, don't forget to subscribe!সিলেট অঞ্চলে গত ২৪ ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২১জন । ওই ২১জনের মধ্যে সবাই সিলেট জেলার বাসিন্দা। এ নিয়ে করোনামুক্ত হয়েছেন মোট ১১৫৩০ জন । এর মাঝে সিলেটে ৬১৩২, সুনামগঞ্জে ২২৭১, হবিগঞ্জে ১৫০১ ও মৌলভীবাজারে ১৬২৬ জন।
একই সময়ে নতুন করে এই রোগে আক্রান্ত হয়েছেন আরও ২৯জন। আজ শনিবার (১৭ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত করোনাক্রান্ত হয়েছেন ১৩১৭৮ জন। নতুন করে আক্রান্তেদের মধ্যে সিলেটে ৭, সুনামগঞ্জ ৪, হবিগঞ্জের ৫ ও মৌলভীবাজারের ১২ জন।
এদিকে সিলেট অঞ্চলে করোনাক্রন্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ৬২ জন। এর মধ্যে সিলেটে ৫৫, সুনামগঞ্জে ২, হবিগঞ্জে ৪ ও মৌলভীবাজারে ১ জন। তবে এই ভাইরাসে গতকাল মারা যাননি কেউ ।
এ কারনে মৃতের সংখ্যা পূর্বের মতো ২২৫ রয়েছে । মারা যাওয়াদের মধ্য সিলেট জেলায় ১৬৩, সুনামগঞ্জে ২৫, হবিগঞ্জে ১৬ ও মৌলভীবাজারে ২১ জন।

