নিজস্ব প্রতিবেদক :: সিলেটে গত ২৪ঘন্টায় করোনায় আক্রান্তে সনাক্ত হয়েছেন ১০২ জন এবং মারা গেছেন ১ জন।
Thank you for reading this post, don't forget to subscribe!আজ শনিবার সকাল পর্যন্ত সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর কার্যালয় তথ্য অনুযায়ী, ৪ টি জেলার মধ্যে সিলেট জেলায় ৫৮ জন, সুনামগঞ্জ জেলায় ৮ জন, হবিগঞ্জ জেলায় ১৬ জন মৌলভীবাজার জেলায় ২০ সনাক্ত। মারা যাওয়া ১ জন সিলেট জেলার।
এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত ২১২ জন রোগী হাসপাতালে ভর্তি আছেন। এর মধ্যে সিলেটের বিভিন্ন হাসপাতালে ৮৩ জন, সুনামগঞ্জ জেলায় ৪৭ জন, হবিগঞ্জ জেলায় ৫৬ জন, মৌলভীবাজার জেলায় ২৬ জন।
সবমিলিয়ে সিলেটবিভাগজুড়ে আক্রান্ত হয়েছেন মোট ৭ হাজার ৩৪৬ জন ও মারা গেছেন ১৩০ জন এবং সুস্থ হয়েছেন ৩ হাজার ৩৪ জন। এর মধ্যে সিলেট জেলায় সুস্থ হয়েছেন ৯৬৯ জন, সুনামগঞ্জ জেলায় ১ হাজার ৪৩ জন, হবিগঞ্জ জেলায় ৫৪০ জন, মৌলভীবাজার জেলায় ৪৮২ জন।
স্বাস্থ্য অধিদপ্তর কার্যালয় তথ্য অনুযায়ী, শনিবার সকাল পর্যন্ত মোট শনাক্তদের মধ্যে সিলেট জেলায় মোট আক্রান্ত ৩ হাজার ৯৩৪ জন, সুনামগঞ্জ জেলায় আক্রান্ত ১ হাজার ৩৮৫ জন, হবিগঞ্জ জেলায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ১০৯ জন এবং মৌলভীবাজার জেলায় আক্রান্ত ৯১৮ জন।

