ডায়ালসিলেট ডেস্ক :: সিলেটের সামাজিক সংগঠন ‘সিলেট আলোকিত যুব সমাজ কল্যান সংস্থা’ আয়োজিত বন্যাকবলিত অসহায় মানুষদের মাঝে পবিত্র ঈদুল আযাহা উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
Thank you for reading this post, don't forget to subscribe!আজ বৃহষ্পতিবার বিকেলে শহরতলির শিবের বাজার এলাকায় আটখলা ইউনিয়নের ওমারগাঁও গ্রামে বন্যাকবলিত অসহায় মানুষদের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরন করা হয়।
সংগঠনের উদ্যোগে প্রায় দুইশত পরিবারের মধ্যে এ খাদ্য সামগ্রী বিতরন করেন সংগঠনের সভাপতি শারমিন কবির।
খাদ্য সমাগ্রী বিতরনে উপস্থিত ছিলেন সিলেট আলোকিত যুব সমাজ কল্যান সংস্থা উপদেষ্টা আফিকুর রহমান আফিক, যুগ্ম সাধারন সম্পাদক ফাতেমা সুলতানাসহ প্রমূখ।
দীর্ঘদিন থেকে আলোকিত যুব সমাজ কল্যাণ সংস্থাটি বিভিন্ন সামাজিক কার্যক্রমে অসহায় মানুষের কল্যানে কাজ করে যাচ্ছে। পাশাপাশি দুর্যোগ মোকাবেলায় অসহায় মানুষকে বিভিন্ন ধরণের সহায়তা দিয়ে আসছে। অন্যদিকে করোনাকালীন সময়ে এ সংগঠনটি মাস্ক,হ্যান্ড গ্লাবস, হ্যান্ড সেনেটেইজারসহ বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করেছেন।

