ডায়ালসিলেট::সিলেট থেকে মুন্নি রবি দাশ (১৬) নামে এক কিশোরী নিখোঁজের ৯ দিন পর হবিগঞ্জ থেকে উদ্ধার করেছে র্যাব-৯। মঙ্গলবার বিকেলে তাকে উদ্ধার করা হয়। বুধবার রাতে এক বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে র্যাব-৯।
Thank you for reading this post, don't forget to subscribe!জানা যায়, মুন্নি রবি দাশ গত ২৯ জুন সিলেটের শাহপরাণ রাহ. মাজার এলাকা থেকে হারিয়ে যায়। তার বাড়ি ওই এলাকায়। সে মাঝে মাঝে এভাবে বাড়ি থেকে কাউকে কিছু না বলে বেরিয়ে যায়। মুন্নি কিছুটা মানসিক ভারসাম্যহীন।
এঘটনায় র্যাব-৯এর মেজর মো. মঈনুলইসলাম, সিনিয়র এএসপি ওবাইন, সিনিয়র এএসপি লুৎফুর রহমান এবং এএসপি সোমেন মজুমদারে নেতৃত্বে অভিযান পরিচালনা করে হবিগঞ্জ জেলা সদরের বাস স্ট্যান্ড থেকে মঙ্গলবার বিকেল ৪টায় মুন্নিকে উদ্ধার করে।
পরে মুন্নিকে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) শাহপরান থানায় হস্তান্তর করে র্যাব।
ডায়ালসিলেট এম/৩

