ডায়ালসিলেট ডেস্ক::সিলেট নার্সারী মালিক কল্যাণ সংস্থার সাধারণ সভা ও নবগঠিত কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল (বৃহস্পতিবার) রাতে সিলেট সরকারী আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত সাধারণ সভায় ২০২২-২৪ এর কার্যনিবাহী কমিটির সদস্যদেরকে শপথ বাক্য পাঠ করাণ বাংলাদেশ প্লান্টস্্ নার্সারীমেন সোসাইটি’র (বিএনএস) নির্বাহী সভাপতি মো. আবুল কাশেম মন্ডল।
সিলেট নার্সারী মালিক কল্যাণ সংস্থার নবনির্বাচিত সভাপতি আলমগীর আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মলয় লাল ধর এর পরিচালনায় অনুষ্ঠিত সাধারণ সভা ও শপথ গ্রহন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিএনএস’র সহ সাধারণ সম্পাদক প্রোকৌশলী মো. গোলাম হায়দার, সহ সাধারণ সম্পাদক-২ মো. মাসুদ রেজা, সাংগঠনিক সম্পাদক সংগ্রাম কুমার বুদ্ধ। সিলেট নার্সারী কল্যাণ সংস্থার সভাপতি ও সাধারণ সম্পাদক সহ সংস্থার সিনিয়র সহ সভাপতি ইকবাল হোসেন মোক্তার, সহ সভাপতি রবীন্দ্র ধর, মহিউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল কাদির সিদ্দিকী, কোষধ্যক্ষ গোলাম কিবরিয়া, সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম, দপ্তর ও প্রচার সম্পাদক আমির আলী, শিক্ষা ও ক্রিড়া সম্পাদক খালেদুর রহমান চৌধুরী, সাংস্কৃতিক ও সমাজ কল্যাণ সম্পাদক মুজিবুর রহমান, কার্যনির্বাহী সদস্য বিমল সরকার, নাসির উদ্দিন, আবুল হোসেন ও আব্দুর রব শপথ গ্রহণ করেন। বিজ্ঞপ্তি।
ডায়ালসিলেট এম/

Thank you for reading this post, don't forget to subscribe!
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *