সিলেট জেলা পুলিশ সুপারের কার্যালয়ে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এমনটি ঘটেছে বলে জানা গেছে। খবর পেয়ে ফায়ার সাবর্ভিসের একটি দল আগুন নিয়ন্ত্রনে আনে।
Thank you for reading this post, don't forget to subscribe!বৃহস্পতিবার(২৩ ফেব্রুয়ারি) রাত ৮ টার দিকে বন্দরবাজার এলাকায় পুলিশ সুপার কার্যালয়ের ২য় তোলায় হঠাৎ ধোয়া উড়তে দেখেন কর্তব্যরতরা। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন।
এ তথ্য নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মাহমুদ বলেন, আগুন এখন নিয়ন্ত্রণে চলে এসেছে। কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

