নিজস্ব প্রতিবেদক :: সিলেট বিভাগে গত ২৪ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত ৯১ জন রোগী শনাক্ত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুর পর্যন্ত সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর কার্যালয় তথ্য অনুযায়ী, ৪টি জেলার মধ্যে সিলেট জেলায় ২৮ জন, সুনামগঞ্জ জেলায় ৫৫ জন ও হবিগঞ্জ জেলায় ০৮ জন সনাক্ত হয়েছেন।
Thank you for reading this post, don't forget to subscribe!এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত ১৫০ জন রোগী হাসপাতালে ভর্তি আছেন। এর মধ্যে সিলেটে ৬২ জন, সুনামগঞ্জ জেলায় ১৫ জন, হবিগঞ্জ জেলায় ৫১ জন, মৌলভীবাজার জেলায় ২২ জন।
সবমিলিয়ে সিলেটবিভাগজুড়ে আক্রান্ত হয়েছেন মোট ৯ হাজার ৪৬০ জন ও সুস্থ হয়েছেন ৪ হাজার ৬৬০ জন এবংমারা গেছেন ১৭০ জন এর মধ্যে সিলেট জেলায় সুস্থ হয়েছেন ১ হাজার ৬০৩ জন ও মারা গেছেন ১১২জন, সুনামগঞ্জ জেলায় সুস্থ হয়েছেন ১ হাজার ৩৯১ জন ও মারা গেছেন ১৯ জন, হবিগঞ্জ জেলায় সুস্থ হয়েছেন ৯১২ জন ও মারা গেছেন ১১ জন, মৌলভীবাজার জেলায় সুস্থ হয়েছেন ৭৫৪ জন ও মারা গেছেন ১৮ জন।
স্বাস্থ্য অধিদপ্তর কার্যালয় তথ্য অনুযায়ী, সোমবার পর্যন্ত মোট শনাক্তদের মধ্যে সিলেট জেলায় মোট আক্রান্ত ৫ হাজার ৩৩ জন, সুনামগঞ্জ জেলায় আক্রান্ত ১ হাজার ৮০৫ জন, হবিগঞ্জ জেলায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩৮০ জন এবং মৌলভীবাজার জেলায় আক্রান্ত ১ হাজার ২৪২ জন।

