ডায়াল সিলেট ডেস্ক :: সিলেট সিটি কর্পোরেশনের বর্ধিত এলাকায় মহানগর বিএনপির নবগঠিত ৪টি ওয়ার্ডের আহ্বায়কের নাম ঘোষণা করা হয়েছে।
Thank you for reading this post, don't forget to subscribe!
শনিবার রাতে সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসাইন চৌধুরী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এর সত্যতা নিশ্চিত করা হয়েছে।
এতে বলা হয়, বিএনপি সিলেট মহানগরের নবগঠিত বর্ধিত ওয়ার্ডে সাংগঠনিক কার্যক্রম গতিশীল করা ও চলমান গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনকে বেগবান করার লক্ষ্যে নবগঠিত ওয়ার্ডসমূহের মধ্যে ৩৬, ৩৭, ৩৮ ও ৩৯ নং ওয়ার্ড বিএনপির আহ্বায়কের নাম ঘোষণা করা হলো। যা (৩০ সেপ্টেম্বর) শনিবার থেকে কার্যকর হবে।
নবগঠিত ৪টি ওয়ার্ডের আহ্বায়কবৃন্দ হলেন- ৩৬নং ওয়ার্ডের আহ্বায়ক কাজী মুহিবুর রহমান, ৩৭নং ওয়ার্ডের আহ্বায়ক চান মিয়া বাচ্চু, ৩৮নং ওয়ার্ডের আহ্বায়ক হাজী মোহাম্মদ শাহজাহান, ৩৯নং ওয়ার্ডের আহ্বায়ক আলী আহমদ।

