নিজস্ব প্রতিবেদক :: সিলেটের ওসমানী মেডিকেল পিসিআর ল্যাব এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুষ্টি বিশ্ববিদ্যালয় পিসিআর ল্যাব থেকে নমুনা পরীক্ষায় সিলেটে আরো ৮২ জনের করোনা শনাক্ত হয়েছে। মঙ্গলবার  (৯ ই জুন ২০২০ইং) সকাল পর্যন্ত এনিয়ে নতুন করে সিলেটে ৫৭জন এবং সুনামগঞ্জে ২৫জন আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ২ জন।

Thank you for reading this post, don't forget to subscribe!

এদিকে স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় অফিসের সহকারি পরিচালক ডা. আনিসুর রহমানের দেয়া তথ্য অনুযায়ী ৯ই জুন মঙ্গলবার সকাল পর্যন্ত সিলেট বিভাগজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা ১ হাজার ৬২৮ জন এবং মৃত্যুবরন করেছেন ৩৭জন। এতে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪০৬ জন ।

এদিকে করোনায় সিলেট বিভাগের মধ্যে আক্রান্ত ও মৃতের সংখ্যা সবচেয়ে বেশী। এর মধ্যে সিলেট জেলায় মোট আক্রান্ত হয়েছেন ৯৩৯ জন এবং মারা গেছেন ২৮ জন, সুনামগঞ্জ জেলায় মোট আক্রান্ত হয়েছেন ৩২৯ জন, মারা গেছেন ৩ জন, হবিগঞ্জ জেলায় আক্রান্ত হয়েছেন ২০৮ জন ও মারা গেছেন ২ জন, এবং সর্বশেষ মৌলভীবাজার জেলায় আক্রান্ত হয়েছেন ১৫২ জন এবং মারা গেছেন ৪ জন।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *