ডায়ালসিলেট ::
Thank you for reading this post, don't forget to subscribe!বিয়ানীবাজার পৌরশহর থেকে ইয়াবাসহ দু’জনকে আটক করেছে থানা পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে পিএইচজি সরকারি উচ্চ বিদ্যালয় এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত হলেন- পৌরসভার সুপাতলা গ্রামের আব্দুল লতিফের ছেলে আবুল কাশেম ওরফে অডি (২৪) ও নয়াগ্রাম এলাকার মাখন খলিফার ছেলে দেলোয়ার হোসেন ওরফে সুমন আহমদ (২৬)।
এ সময় তাদের কাছ থেকে ২৮পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, মঙ্গলবার রাতে পিএইচজি সরকারি উচ্চ বিদ্যালয় এলাকা থেকে দুই মাদক বিক্রেতাকে আটক করা হয়। এসময় তাদের কাছে থেকে ২৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) হিল্লোল রায় জানান, তাদের বিরুদ্ধে বিয়ানীবাজার থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

