মনজু চৌধুরী॥ কুলাউড়া উপজেলার সীমান্তবর্তী এলাকায় চোরাচালানের চিহ্নিত গডফাদারদের নাম-ঠিকানা জানাল বিজিবি। এদের আইনের আওতায় নিতে প্রয়োজনে টাস্কফোর্স গঠনের দাবি করেন বিজিবির এক কর্মকর্তা।
১৬ জুন বৃহস্পতিবার দিনব্যাপী কুলাউড়া জেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মৌলভীবাজার কর্তৃক আয়োজিত মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নে এক কর্মশালায় অংশ নিয়ে তাঁর বক্তব্যে এমন তথ্য দিয়েছেন ৪৬ আলীনগর বিজিবির কম্পানি কমান্ডার সেলিম সরকার।
তিনি তাঁর বক্তব্যে বলেন, কুলাউড়া উপজেলার সীমান্তবর্তী পৃথিমপাশা ইউনিয়নে চোরাচালানের সঙ্গে সম্পৃক্ত আছে বেশ কয়েকজন চোরাকারবারি।
এদের মধ্য গডফাদার হলো আমুলী গ্রামের হুছন আলীর ছেলে সুমন মিয়া, আলীনগর গ্রামের রইছ আলীর ছেলে আক্তার হোসেন, একই গ্রামের জায়েদ আলী। এদের গ্রেপ্তারের শক্ত ব্যবস্থা নিতে প্রশাসনের সহায়তা চান তিনি। প্রয়োজনে টাস্কফোর্স গঠনের দাবি জানান।
এই তিন গডফাদার ছাড়াও চোরাকারবারিদের মধ্য রয়েছে শিকড়িয়া গ্রামের গৌছ আলীর ছেলে মাসুম, আমুলী গ্রামের জসিম, দক্ষিণ গণকিয়া গ্রামের মনির হোসেনের ছেলে শারমিন মিয়া ও মনাই, গনকিয়া গ্রামের চান্দু মিয়ার ছেলে দুধু মিয়া ও তোফেল মিয়া এবং একই গ্রামের লালন মিয়ার ছেলে সালাম, আশিক, দশটেকি গ্রামের জসিম, ধলিয়া গ্রামের আহাদ আলী, শামীম, জুনেদ, তাজুলসহ অনেকেই।
তিনি আরো বলেন, সম্প্রতি পৃথিমপাশা সীমান্তে রোহিঙ্গাসহ অনুপ্রবেশের ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সিএনজিচালক ফরিদ, আব্দুল সাত্তারের ছেলে কালাম মিয়া ও সিদ্দিক মিয়ার ছেলে আরজদ আলীকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তাদের মাধ্যমে গত এক মাসে রোহিঙ্গাসহ অনেক অনুপ্রবেশের ঘটনা ঘটে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এ টি এম ফরহাদ চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্যে উপস্থাপন করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সিলেট বিভাগীয় অতিরিক্ত পরিচালক মো. জাহিদ হোসেন মোল্লা, মৌলভীবাজার জেলা উপপরিচালক মো. হাবিব তৌহিদ ইমাম, সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি, কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলাম প্রমুখ।
কর্মশালায় প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী ও সুধীসমাজের প্রায় ২০০ লোক অংশ নেন।

Thank you for reading this post, don't forget to subscribe!
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *