Thank you for reading this post, don't forget to subscribe!
ডায়াল সিলেট ডেস্ক :: ঢাকায় নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেংগলির বাসভবনে মধ্যাহ্নভোজ করেছেন বিএনপি নেতারা। রোববার দুপুরে রাজধানীর গুলশানে রাষ্ট্রদূতের বাসভবনে এই ভোজের আয়োজন করা হয়। বিএনপির মিডিয়া সেল থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
এ সময় পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি সংসদ নির্বাচন নিয়ে উভয়পক্ষের মধ্যে আলোচনা হয় বলে বলে বার্তায় জানানো হয়েছে।
বিএনপির প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম, চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক বিশেষ পরামর্শ কমিটির সদস্য ইসরাফিল খসরু।
