ডায়ালসিলেট ডেস্ক ::

গতকাল সোমবার (৭ জুন) সিলেট নগরীর ৫নং ওয়ার্ডে সুরমা বয়েজ ক্লাবের উদ্যোগে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। সকালে কলবাখানি এলাকায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করেন সিলেট মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. আরমান আহমদ শিপলু।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ভবিষ্যৎ প্রজম্মকে সুস্থ্য ও সবল রাখতে হলে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পালনের বিকল্প নেই। শিশুদের ভিটামিন ‘এ’ প্লাস ক্যামসুল খাওয়ালে শরীরে রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে।
রোগমুক্ত বাংলাদেশ গড়তে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী কোনো শিশু যেন ভিটামিন ‘এ’ প্লাস খাওয়ানো থেকে বঞ্চিত না হয় সে ব্যাপারে অভিভাবকদের সচেতন থাকার জন্য আহ্বান জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন, সুরমা বয়েজ ক্লাবের প্রতিষ্ঠাতা আনোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক রেজওয়ান আহমদ সহ সিলেট সিটি কর্পোরেশনের স্বাস্থ্যকর্মীরা। বিজ্ঞপ্তি

ডিএস/পিএম

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *