Thank you for reading this post, don't forget to subscribe!
ডায়াল সিলেট ডেস্ক :: মেয়েক বড় পর্দায় উপস্থাপনের জন্য বলিউড অভিনেতা শাহরুখ খান নির্মাণ করছেন ‘কিং’ নামে একটি সিনেমা। যেখানে তার উল্লেখযোগ্য উপস্থিতিও থাকবে। এ সিনেমায় অভিষেক বচ্চনেরও অভিনয়ের কথা রয়েছে।
কিছুদিন আগে জানা গেছে সিনেমাটিতে সুহানার মা অর্থাৎ শাহরুখের স্ত্রীর ভূমিকায় দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে। কিন্তু পরিচালত সিদ্ধার্থ বললেন, ‘না’। তথ্যটি মিথ্যে বলে জানিয়েছেন ‘কিং’র নির্মাতা।
দিনকয়েক আগে ভারতের একাধিক সংবাদমাধ্যম থেকে পাওয়া খবর অনুযায়ী, কিং সিনেমায় নাকি ক্যামিও চরিত্রে অভিনয় করবেন দীপিকা। অল্প সময়ের জন্য পর্দায় আসবেন তিনি। দীপিকাও রাজি কাজটি করতে। এ নিয়ে আলোচনা যখন তুঙ্গে, ঠিক তখনই সিদ্ধার্থ এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে লেখেন, ‘মিথ্যা’।
তবে সিনেমা বা দীপিকা, কোনো কিছুই তিনি উল্লেখ করেননি। যেহেতু আলোচনায় সরব তার সিনেমা, স্বভাবতই তার এই ‘মিথ্যে’ শব্দটি যে দীপিকাকে নিয়ে সেটাই ধরে নিয়েছেন সবাই।
উল্লেখ্য, শুরুতে এ সিনেমায় সুহানার বাবা-মায়ের চরিত্রে অভিনয় করার কথা ছিল টাবু এবং সাইফ আলি খানের। পরবর্তীতে সিদ্ধান্তে আসে পরিবর্তন। বাবার চরিত্রে দেখা যাবে শাহরুখকে।
