Thank you for reading this post, don't forget to subscribe!

 

ডায়াল সিলেট ডেস্ক :: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সেপ্টেম্বরের মাঝামাঝি বাংলাদেশে আসছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অগ্রবর্তী নির্বাচন পর্যবেক্ষক দল। সোমবার (৪ আগস্ট) নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান ইসির সিনিয়র সচিব মো. আখতার আহমেদ।

 

 

তিনি বলেন, ‘পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমাদের জানানো হয়েছে, ইইউ পর্যবেক্ষণে সাত সদস্যের একটি টিম আসছে—যার মধ্যে তিনজন বিদেশি এবং চারজন স্থানীয় পর্যবেক্ষক থাকবেন।’

 

 

সচিব জানান, ‘তারা ‘প্রি-ইলেকশন এনভায়রনমেন্ট অবজারভেশনের’ অংশ হিসেবে নির্বাচনপূর্ব পরিবেশ, প্রস্তুতি এবং প্রশাসনিক কার্যক্রম পর্যবেক্ষণ করবেন।’

 

এ সময় তিনি আরও জানান, ‘নির্বাচন কমিশন প্রস্তুতির চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং শিগগিরই ভোটের সম্ভাব্য সময়রূপরেখা ঘোষণা করা হতে পারে।’

 

 

উল্লেখ্য, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আগেই জানিয়েছেন, সব প্রস্তুতি সম্পন্ন করে আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমভাগেই জাতীয় নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে। তবে বিএনপিসহ কয়েকটি রাজনৈতিক দল তফসিল ও সময়সীমা নির্ধারণে দ্রুত পদক্ষেপের দাবি জানিয়ে আসছে।

 

 

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *