২৫শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ধর্ম

সৌদিআরব, যুক্তরাজ্যসহ বিভিন্নদেশে আগামী ১৬ই জুন পবিত্র ঈদুল আজহা

সৌদিআরব, যুক্তরাজ্যসহ বিভিন্নদেশে আগামী ১৬ই জুন পবিত্র ঈদুল আজহা

ডায়ালসিলেট ডেস্ক :: আরব-আমিরাত ও যুক্তরাজ্যসহ ইউরোপীয় সকল দেশে আগামী ১৬ই জুন (রবিবার) দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

বৃহস্পতিবার (৬ জুন) জানিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট জানিয়েছে। জিলহজের চাঁদ দেখা সাপেক্ষে ঈদুল আজহার দিনক্ষণ নির্ধারণ করা হয়। ইতিমধ্যে সৌদি আরবে এ মাসের চাঁদ দেখা গেছে।

ফলে দেশটিতে মুসলিম উম্মাহর দ্বিতীয় বড় উৎসবের তারিখও ঘোষণা করা হয়েছে। দেশটিতে আগামী ১৬ জুন (রবিবার) ঈদুল আজহা পালিত হবে বলে বৃহস্পতিবার রাত নয়টার পর চাঁদ দেখা কমিটি এ তথ্য জানিয়েছে।