ডায়ালসিলেট ডেস্ক :: সৌদি আরবে ঈদুল আজহা ২০ জুলাই (মঙ্গলবার) পালিত হবে। শুক্রবার (৯ জুলাই) দেশটির সুপ্রিম কোর্ট ঈদুল আজহা পালনের এ তারিখ ঘোষণা করেছেন।
Thank you for reading this post, don't forget to subscribe!প্রতিবেদনে বলা হয়, শুক্রবার সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি। সে হিসেবে রোববার (১১ জুলাই) শুরু হবে জিলহজ মাস। আর দেশটিতে ঈদুল আজহা পালিত হবে আগামী ২০ জুলাই অর্থাৎ জিলহজ মাসের দশম দিন। আগের দিন ১৯ জুলাই (সোমবার) হবে আরাফাতের দিন।
উল্লেখ্য, মুসলমানরা প্রতি বছর জিলহজ মাসে হজ পালন করে থাকেন। এর অংশ হিসেবে এই মাসের দশম দিন ঈদুল আজহা পালিত হয়।
ডায়ালসিলেট/এম/এ/

