আন্তর্জাতিক ডেস্ক:: সৌদি আরবের তেল শোধনাগারে হামলায় ইরানের সংশ্লিষ্টতার বিষয়টি পেয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।
Thank you for reading this post, don't forget to subscribe!
আজ বৃহস্পতিবার এক ভিডিও কনফারেন্সে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস জানিয়েছেন, নতুন এক তদন্ত রিপোর্টে হামলায় ইরান জড়িত থাকার বিষয়টি উঠে এসেছে বলে।
ইরানের ওপর থেকে এ বছরের ১৮ অক্টোবর ওই অস্ত্র নিষেধাজ্ঞা তুলে নেয়ার কথা। অস্ত্র নিষেধাজ্ঞা তুলে নেয়ার ঠিক আগে এমন খবর দেশটির ওপর নিঃসন্দেহে নতুন করে আরও নেতিবাচক প্রভাব ফেলবে।
জাতিসংঘের নতুন এক তদন্ত রিপোর্টে বলা হয়েছে, ইরান মধ্যপ্রচ্যে অশান্তি সৃষ্টি করছে। ইসলামী এ প্রজাতন্ত্রটি ইয়েমেন, ইরাক, সিরিয়া ও লেবাননের সন্ত্রাসী সংগঠনগুলোকে অর্থায়নের পাশাপাশি অস্ত্র ও প্রশিক্ষণ দিচ্ছে।
২০১৯ সালের সেপ্টেম্বরে সৌদির বৃহৎ তেল শোধনাগারে ভয়াবহ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা হয়।
প্রথম থেকেই ওই হামলার পেছনে ইরানের হাত আছে বলে দাবি করলেও ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র কর্নেল তুর্কি আল মালিকি সংবাদ সম্মেলন করে দেশটির সংশ্লিষ্টতার কথা স্বীকার করেন।

