২৫শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

স্পেনের কোচ এনরিকে বরখাস্ত

স্পোর্টস ডেস্ক :: কাতার বিশ্বকাপ থেকে বিদায়ের পর স্পেনের কোচ লুইস এনরিকেকেও বিদায় বলে দিয়েছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ)। বৃহস্পতিবার স্পেনের ফেডারেশন এনরিকেকে বরখাস্তের এ তথ্য নিশ্চিত করে।
স্প্যানিশ ফুটবল ফেডারেশন বিবৃতিতে জানায়, ‘যেটুকু সময় দায়িত্ব পালন করেছেন এর জন্য কোচ এনরিক ও তার কোচিং স্টাফকে ফেডারেশনের পক্ষ থেকে ধন্যবাদ। ফেডারেশনের প্রেসিডেন্ট ও স্পোর্টিং ডিরেক্টর এ বিষয়টি কোচকে জানাবেন।’
এদিকে এনরিকের সঙ্গে ফেডারেশনের চুক্তি ছিল এ বছর পর্যন্ত। বিশ্বকাপ শেষে চুক্তি শেষ হওয়ার কথা থাকলেও তরুণ দলটি নিয়ে আরো এগিয়ে যেতে পারলে হয়তো চুক্তি নবায়ন হতো। তবে প্রত্যাশা পূরণের আগেই বিশ্বকাপ মিশন শেষ হওয়ায় তার সঙ্গে চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত নেয় স্প্যানিশ ফেডারেশন।
এবারের বিশ্ব আসরে স্পেন দারুণ শুরু করেছিল। কোস্টারিকার বিপক্ষে ৭-০ গোলে বিশ্বকাপ শুরু করা স্পেন মরক্কোর বিপক্ষে টাইব্রেকারে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয়।