১১ এপ্রিল স্বাধীনতা পুরস্কার অনুষ্ঠানের জন্য নতুন সময় নির্ধারণ করা হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি অনুষ্ঠানে যোগ দেবেন। স্বাধীনতা পুরস্কার-২০২১ এর অনুষ্ঠান ১১ এপ্রিল ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে। প্রতি বছর ২৫ শে মার্চ অর্থাৎ স্বাধীনতা দিবসের আগের দিন স্বাধীনতা পুরস্কার অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবার মুজিববর্ষ এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিশেষ অনুষ্ঠান চলায় স্বাধীনতা পুরস্কার অনুষ্ঠান পেছনোর সিদ্ধান্ত হয়।
Thank you for reading this post, don't forget to subscribe!আজ বুধবার (২৪ মার্চ) সরকারের একাধিক উচ্চ পর্যায়ের সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।
জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে এ বছর দেশের ৯ ব্যক্তি ও এক প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার ২০২১’ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। স্বাধীনতা পুরস্কার-২০২১ পেলেন যাঁরা—
স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ : মরহুম এ কে এম বজলুর রহমান
শহীদ আহসানউল্লাহ মাস্টার, মরহুম বীর মুক্তিযোদ্ধা ব্রিগেডিয়ার জেনারেল খুরশিদ উদ্দিন আহমেদ, মরহুম আখতারুজ্জামান চৌধুরী বাবু।
বিজ্ঞান ও প্রযুক্তি : ড. মৃন্ময় গুহ নিয়োগী
সাহিত্য : মহাদেব সাহা; সংস্কৃতি : আতাউর রহমান, গাজী মাজহারুল আনোয়ার,
সমাজসেবা/জনসেবা : অধ্যাপক ডা. এম আমজাদ হোসেন
গবেষণা ও প্রশিক্ষণ : বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল।

