Thank you for reading this post, don't forget to subscribe!
ডায়ালসিলেট ডেস্ক :: দুপুর আড়াইটা নাগাদ সেনার হেলিকপ্টারে চেপে ভারতের উদ্দেশে রওনা দেন শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহানা। আনন্দবাজার সূত্রে খবর, বিকেল ৫টা নাগাদ দিল্লি বিমান বন্দরে অবতরণ করেন বিমান।
ইতিমধ্যেই আকাশসীমা পেরিয়ে তার স্বামী দেশ ভারতে অবতনণ করেন তিনি। হাসিনার পুত্র সাজিব ওয়াজেদ জয় আমেরিকায় থাকেন। কন্যা সাইমা ওয়াজেদও থাকেন দিল্লিতে।
সেই কারণেই মনে করা হচ্ছে, প্রাথমিক ভাবে হাসিনার গন্তব্য হতে চলেছে দিল্লি।
তবে একটি সূত্রে জানা যায়, দিল্লি বিমানবন্দরে অবতরণ করার কথা থাকলেও । কিন্তু পরে দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ না করে রাজধানী লাগোয়া গাজ়িয়াবাদের বায়ুসেনা ঘাঁটিতে অবতরণ করেছে হাসিনা।
সেখান থেকে লন্ডন হতে পারে তার পরবর্তী গন্তব্য। তাই দিল্লিকেই সেফ প্যাসেজ হিসেবে ব্যবহার করছেন শেখ হাসিনা।

