ডায়াল সিলেট ডেস্ক :: বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন (বিএমএ)’র মহাসচিব ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলাল বলেছেন, স্বাস্থ্যখাতের উন্নয়নে সরকার নিরলস কাজ করে যাচ্ছে। জননেত্রী শেখ হাসিনা সরকারের নেতৃত্বে দেশের স্বাস্থ্যখাতকে ঢেলে সাজানো হয়েছে। বর্তমান সরকারের আমলে দেশের স্বাস্থ্য খাতে অভূতপূর্ব উন্নতি সাধিত হয়েছে।
মঙ্গলবার বেলা আড়াইটায় ওসমানীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পক্ষ থেকে আয়োজিত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহিঃবিভাগীয় সেবা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য কালে তিনি এসব কথা বলেন।
ডা. দুলাল আরো বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্বপ্নের বাংলাদেশ গড়ার লক্ষে এদেশের সব মানুষের দোরগোঁড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে হবে। দেশের প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর শয্যা বাঁড়ানো হচ্ছে। যার মধ্য দিয়ে দেশের প্রান্তিক মানুষজনের ভরসাস্থল হয়ে উঠছে সরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলো।
ওসমানীনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মোজাহারুল ইসলামের সভাপতিত্বে ও ডা. নুসরাত জাহান মৌটুসী ও ডা. আইরিন আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হিমাংশু লাল রায়, সিলেটের সিভিল সার্জন ডা. এস এম শাহরিয়ার, ওসমানীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়নুল হক চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলিমা রায়হানা, সিলেট জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা সম্পাদক ডা. শাকির আহমদ শাহিন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মুসলিমা চৌধুরী, ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু, সহ-সভাপতি আবদাল মিয়া, আওয়ামী লীগ নেতা সৈয়দ আহমদ বহলুল, তাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অরুনোদয় পাল ঝলক, উমরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া, ওসমানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়ালীউল্লাহ বদরুল, বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের প্রশাসনিক কর্মমর্তা গৌছ আহমদ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মহিতোষ মজুমদার, ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি জুবেল আহমদ সেকেল, মেডিকেল অফিসার ডা. ডা. সাদিক আব্দুল্লাহ চৌধুরী ও ডা. সাবিকুন নাহার। অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ শাহজাহান আহমদ, গীতা পাঠ করেন সুনির্মল চক্রবর্তী। তার পূর্বে প্রধান অতিথি স্বাস্থ্য কমপ্লেক্সের বিহঃবিভাগের মোট ফটকের ফিতা ও পরে কেক কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

Thank you for reading this post, don't forget to subscribe!
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *