মনজু চৌধুরী॥ স্বাস্থ্যবিধি মেনে ঈদের জামাতের প্রস্তুতি নিয়েছে মৌলভীবাজার পৌরসভা। ঈদের দিন মুসল্লিদের জামাতের জন্য প্রস্তুত করা হয়েছে শহরের শাহ মোস্তফা সড়কের পাশে জেলার বিখ্যাত দৃষ্টিনন্দন টাউন ঈদগাহ।
Thank you for reading this post, don't forget to subscribe!ঈদগাহ ময়দানে পবিত্র ঈদের তিনটি জামাত অনুষ্ঠিত হবে। ঈদের নামাজের ১ম জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৬টায়,২য় জামাত সকাল সাড়ে ৭টায় ও ৩য় জামাত সকাল সাড়ে ৮টায়। পবিত্র ঈদের নামাজের ১ম জামাতে ইমামতি করবেন শহরের চৌহমুহনা দেওয়ানি জামে মসজিদের খতিব মাওলানা সৈয়দ আব্দুল মুহিদ,২য় জামাতে ইমামতি করবেন, পশ্চিমবাজার জামে মসজিদের খতিব মাওলানা মোঃ মুহিবুর রহমান, ৩য় ও শেষ জামাতে ইমামতি করবেন সুলতানপুর জামে মসজিদের ইমাম মুফতি শামসুজ্জোহা।
মৌলভীবাজার পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমান বলেন, ঈদগাহে সবাই মাস্ক পরিধান করে আসবেন, নামাজের নির্দিষ্ট আসন পরিপূর্ণ হলে পরবর্তী জামাতে অংশ নেয়ার জন্য ঈদগাহ পরিচালনা কমিটির পক্ষ থেকে মুসল্লিদের অনুরোধ জানানো হয়েছে।এছাড়া আবহাওয়া অনুকূলে না থাকলে মসজিদে জামাত অনুষ্টিত হবে। শহরে প্রায় অর্ধশতাধিক মসজিদ ঈদ জামাতের জন্য প্রস্তুত রয়েছে।

